প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – দক্ষিণ সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হালিশহর উত্তর পাড়ার ২১৭ নম্বর বুথ এলাকার বাসিন্দারা দুপুরবেলা দেখেন দুটো হনুমান একটা বাচ্চা হনুমানকে আহত করছে কিছুক্ষণ পরেই হনুমানটি গাছ থেকে পড়ে যায় সেই সময় বাচ্চা হনুমানটিকে নিয়ে এলাকার বাসিন্দারা চলে আসে এবং সেবাসুসূসা করতে থাকে । এক পশু প্রেমিককেও আনা হয় তিনি এসে দেখেন বাচ্চা হনুমানটি মারা গিয়েছে। এলাকার বাসিন্দাদের সূত্রে জানা যায় একদল হনুমানের মধ্যে মারামারির চলার সময় একটি হনুমান শাবক গাছ থেকে পড়ে যায় ওই হনুমানটিকে তুলে নিয়ে আসেন এলাকার এক বাসিন্দা। সময় অনেকটা অতিবাহিত হয়ে যাবার জন্য সাঁকরাইল ব্লকের প্রাণিসম্পদ স্বাস্থ্য কেন্দ্রে ফোন করলে সেই সময় স্বাস্থ্য কেন্দ্র বন্ধ হয়ে যায় বলে জানান। অবশেষে friends animals পশুপ্রেমী গ্রুপকে খবর দেওয়া হলে তারা পৌঁছানোর আগেই মারা যায় ওই হনুমান শাবকটি। যদিও ঘটনাস্থলে দক্ষিণ সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের সদস্য তিনিও চেষ্টা করেছিলেন। গ্রামবাসীরা আফসোস করলেন হনুমান শাবকটিকে তারা বাঁচাতে পারলেন না সময়ের অভাবের জন্য।
Home রাজ্য দক্ষিণ বাংলা এলাকার বাসিন্দাদের অনেক চেষ্টার পরেও আহত হনুমানটিকে শেষ পর্যন্ত বাঁচাতে পারা গেল...