আবদুল হাই, বাঁকুড়াঃ হাতে গোনা আর কয়েকটা দিন।৩১ শে মার্চের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড সংযোগ করতেই হবে।তা নাহলে প্যান কার্ড নিস্ক্রিয় হয়ে যাবে।আর এতেই সমস্যায় পড়েছেন মধ্যবিত্ত থেকে শুরু করে খেটে খাওয়া মানুষেরা। আমাদের দেশের ৭০% মানুষ এখনো নিম্ন মধ্যবিত্ত এবং গরিব মানুষই বলা চলে। ভারতবর্ষের সব জায়গায় এখনো ইন্টারনেট পরিষেবা পৌঁছায়নি বা পৌঁছালেও তা অতি দুর্বল এত কম সময়ের মধ্যে সমস্ত কাজকে সম্পাদন করা সেটা বাস্তব ক্ষেত্রে একবারেই অসম্ভব ব্যাপার। তাছাড়া বহু মানুষের আধার কার্ড এবং প্যান কার্ডে অনেক ভুল আছে।এত কম সময়ে কি করে কাজ করবে তা বুঝে উঠতে পারছে না সাধারণ মানুষেরা। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সিমুলিয়া গ্ৰামের দিন আনা দিন খায় পরেশ বাগদী বলেন, ২৫০ টাকা দিন রোজগার করি। সংসার ঠিক মতো চলে না। আবার হাজার টাকা কোথায় পাব? আর সাধারণ মানুষ যেহেতু ওয়েল অর্গানাইজড নয় তারা কোথায় কিভাবে এর প্রতিবাদ জানাবে সেটাও তাদের জানা নেই।
Home রাজ্য দক্ষিণ বাংলা প্যান কার্ডে আধার কার্ড সংযোগ,কেন্দ্রের নির্দেশে সমস্যায় খেটে খাওয়া মানুষেরা।