পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে চলছে মহড়া। এই দিন পূর্ব মেদিনীপুর জেলা উপকূল এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিমা বিপর্যয় মোকাবিলা দপ্তর সেন্টারে এই মহড়া অনুষ্ঠিত হয় বিভিন্ন জায়গায় গ্রামগুলিতে এন ডি আর এফ বনদপ্তর ফায়ার স্বাস্থ্য দপ্তর বিদ্যুৎ দপ্তর মৎস্য দপ্তর বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে মক ড্রিল অনুষ্ঠিত হয়। তবে আবগারি দপ্তর ও এনডিআরএফ ও নুলিয়া দপ্তরের কর্মীরা যখন দত্ত পুড়ে যান তখন স্থানীয় মানুষেরা তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান। তাদের দাবি প্রকৃতপক্ষে যখন এই ঘূর্ণিঝড় গুলি আসে তখন এই সমস্ত মানুষের দেখা পাওয়া যায় না।। তাই তারা এই মক দিলে বিশ্বাস না করে তাদের কথা না শুনে ঘর থেকে বের হতে রাজি হননি। যদি বা আধিকারিক জানিয়েছেন এটা নিছকই একটি মগ ড্রি ল, তবে সাধারণ মানুষের কিছু খুব-বিক্ষোভ রয়েছে তা তারা হয়তো বহিঃপ্রকাশ করেছেন।