বন্যা বা নৌকাডুবির মতো ঘটনায় নিজেদের জীবনকে সুরক্ষিত রাখতে এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন ব্লক প্রশাসনের পক্ষ থেকে।

0
159

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  বন্যা মানেই নদী তীরবর্তী এলাকার বসবাসকারী মানুষদের মধ্যে আতঙ্ক। অনেক পরিবারই ভিটেমাটি ছেড়ে সরকারি স্কুল কলেজ গুলিতে গিয়ে আশ্রয় নেয়। বন্যা হলে আপৎকালীন সময় কিভাবে নিজেদের সুরক্ষা নিজেরা করা যায় এবং নৌকাডুবির মতো ঘটনা ঘটলে কিভাবে নিজেরাই নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করবেন সেই নিয়ে এক বিশেষ সচেতনতা শিবির ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল ব্লক প্রশাসন। এদিন নদীয়ার শান্তিপুরের নৃসিংহপুর কালনাঘাটে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় মুখার্জি, শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের প্রধান শোভা সরকার সহ ব্লক প্রশাসনের শীর্ষ কর্তারা। যদিও এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে অগ্নি নির্বাপন দপ্তর, সিভিল ডিফেন্স কুইক রেসপন্স টিম সহ বিভিন্ন দপ্তর। যদিও এই প্রশিক্ষণ শিবিরে বিশেষভাবে ভূমিকা নিতে দেখা যায় সিভিল ডিফেন্স কুইক রেসপন্স টিমের সদস্যদের। যদিও দীর্ঘ সময় ধরে চলে এই প্রশিক্ষণ শিবির। তবে প্রশিক্ষণ শিবির চলাকালীন ফেরিঘাট সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য গত কয়েক বছর আগে ভবা পাগলার মেলা চলাকালীন নৃসিংহপুর কালনাঘাটে এক ভয়াবহ নৌকাডুবির দুর্ঘটনা ঘটে, যেখানে প্রাণ হারায় একাধিক মানুষ। উদ্ধার কার্যে দিনরাত এক করে দেয় সিভিল ডিফেন্স কুইক রেসপন্স টিম সহ বিপর্যয় মোকাবিলা দপ্তর, এরপর উদ্ধার হয় একের পর এক মৃতদেহ। তারপর থেকেই এক নতুন করে আতঙ্ক এখনো ঘুরে বেড়াচ্ছে ফেরিঘাট সংলগ্ন বসবাসকারী মানুষদের মধ্যে। তাই আপতকালীন পরিস্থিতিতে কি কি করণীয়, কি কি করলে নিজের জীবনকে রক্ষা করা যাবে সেই নিয়েই এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন ব্লক প্রশাসনের যদিও এই প্রশিক্ষণ শিবিরটি একদিনের জন্য আয়োজন করা হয়।