মানুষকে বই মুখি করতে নিজের ওয়ার্ডে ভ্রাম্যমান লাইব্রেরি চালু করলেন ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার।

0
784

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- মানুষকে বই মুখি করতে নিজের ওয়ার্ডে ভ্রাম্যমান লাইব্রেরি চালু করলেন ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী। বৃহস্পতিবার এই লাইব্রেরির উদ্বোধন করেন ওই ওয়ার্ডের নাগরিক তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা স্বপন বিশ্বাস। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী সহ ওই ওয়ার্ডের তৃণমূল কর্মী ও সাধারণ। মানুষ। জানা গিয়েছে, ভ্রাম্যমান লাইব্রেরিতে রয়েছে ছোটদের কমিক্স থেকে শুরু করে, সাহিত্য, উপন্যাস, গল্প, ডিকশেনারি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই সহ বিভিন্ন ধরণের সম্ভার। বাংলা এবং ইংরেজি দুটি করে ভাষাতে রয়েছে বইগুলি। মাসে ১০ দিন করে ওয়ার্ডের তিনটি জায়গাতে থাকবে এই ভ্রাম্যমাণ লাইব্রেরি। সকাল ৮ টা থেকে রাত্রী ৮ পর্যন্ত প্রতিদিন এট খোলা রাখা হবে। সেখানেই বসে বই পড়ার ব্যবস্থা থাকছে।
২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী জানান, পুরসভা প্রতিনিধিত্ব করা তাদের একবছর হল। সেই উপলক্ষ্যে এদিন এই লাইব্রেরি চালু করেছি। এটি তার নির্বাচনী ইস্তাহারে ছিল। প্রদীপ্তা দেবীর কথায়, ইন্টারনেট মোবাইলের যুগে বই পড়ার প্রবনতা অনেক কমে গিয়েছে। সেকারণে মানুষকে বই মুখি করতে এই উদ্যোগ। কেননা বই না পরলে মানুষকে পিছিয়ে পড়তে হয়। ওয়ার্ডে ঘোরার দরুণ এই লাইব্রেরির প্রতি একাংশের মানুষ আগ্রহী হবেন বলে তার আশা।