তাম্রলিপ্ত মেডিকেল কলেজে জলের অভাবে বন্ধ ডায়ালোসিস সহ জরুরি পরিষেবা।

0
222

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে অবস্থিত দীর্ঘ পুরানো পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল নতুন ভাবে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে নামে সরকারিভাবে উদ্বোধন হয় ২০২২ সালে। এখনো পর্যন্ত বেশ কিছু বিল্ডিং নির্মাণসহ একাধিক কাজ রয়েছে বাকি মেডিকেল কলেজ চত্বরে বৃহস্পতিবার বিকেলে কাজ করার সময় জেলা হাসপাতালের জলের পুরানো রিজার্ভার ট্যাঙ্ক থেকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যাওয়ার জলের পাইপ ভেঙে যায় এর পরেই শুরু হয় সমস্যা। বেশ কিছু সময় পরেই বন্ধ হয় ডায়ালিসিস পরিষেবা সহ ওয়ার্ডের ভেতরে থাকা পানীয় জল ও বাথরুমে জলের পরিষেবা। এরপরেই মেডিকেল কলেজের তরফ থেকে তাম্রলিপ্ত পৌরসভায় খবর দেওয়া হলে দ্রুত পৌরসভার জলের গাড়ি পৌঁছে যায়। তবে রাত থেকে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে ডায়ালিসিস পরিষেবা। তবে এ বিষয়ে তাম্রলিপ্ত মেডিকেল কলেজের প্রিন্সিপাল জানান দ্রুত সমস্যার সমাধান করে যাতে পরিষেবা আবার আগের মত শুরু করা যায় সেই চেষ্টা করা হচ্ছে।