দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিশ্ব যক্ষা দিবসকে সামনে রেখে বালুরঘাটে ট্যাবল উদ্বোধন করল স্বাস্থ্যদপ্তর। প্রতিবছর ২৪ শে মার্চ তারিখে বিশ্ব যক্ষা দিবস পালন করা হয় সারা বিশ্বজুড়ে। সেইমতো দক্ষিণ দিনাজপুর জেলাতেও পালিত হচ্ছে বিশ্ব যক্ষা দিবস। এই দিনটিকে সামনে রেখে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক ভবন চত্বর থেকে একটি ট্যাবল উদ্বোধন করা হয়। জানা গেছে আগামী সাতদিন ধরে এই ট্যাবলটি যক্ষা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করবে। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণ এই ট্যাবল উদ্বোধন করেন। পাশাপাশি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক বিবেক কুমার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে প্রমূখ্য। ২০২৫ সালের মধ্যে যক্ষা মুক্ত বাংলা গড়তে তৎপর স্বাস্থ্য দপ্তর।তাই গোটা রাজ্য জুড়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। সেই উদ্দেশ্যেই এদিন এই ট্যাবল উদ্বোধন করা হয় দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।