নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জেলায় জেলায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভারি থেকে মাঝারি বৃষ্টি! কোথায় বৃষ্টি আবার কোথায় দমকা হওয়া সঙ্গ দিয়েছে শিলাবৃষ্টি। আর এই কারণেই বিপাকে পড়েছে কৃষকেরা। লঙ্কা থেকে আলু, পটল থেকে ঝিঙে, তালিকায় রয়েছে আম।বিঘার পর বিঘা পড়ে জলের তলায় পড়ে রয়েছে আলু। এদিকে বৃষ্টির জমা জলে মাঠেই পচে যাচ্ছে অনেকের চাষ করা আলু। মাথায় হাত আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের কৃষকদের। কয়েকদিন ধরে চলছে বৃষ্টি। এদিকে, বৃষ্টি শুরু হওয়ার আগে যাঁরা মাঠের আলু ঘরে তুলতে পারেননি কিংবা তুলে মাঠে জড়ো করেছিলেন তাঁরা ক্ষতির মুখে। জমিতে বৃষ্টির জমা জলে আলুতে ইতিমধ্যেই পচন ধরেছে।