রবীন্দ্রনাথ ঘোষকে হেনস্থার ঘটনায় দোষীদের শাস্তি ও গ্রেপ্তারের দাবি কোচবিহার পৌরসভার কাজ ২৪ ঘণ্টা বন্ধ রেখে শহরে বিক্ষোভ মিছিল করল পৌরসভা কর্মচারীরা।

0
365

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে বিক্ষোভ দেখান কিছু সমাজ বিরোধী লোকজন। ওই ঘটনায় দোষীদের শাস্তি ও গ্রেপ্তারের দাবি কোচবিহার পৌরসভার কাজ ২৪ ঘণ্টা বন্ধ রেখে শহরে বিক্ষোভ মিছিল করল পৌরসভা কর্মচারীরা। এদিন তারা কোচবিহার শহরের বিভিন্ন রাস্তায় মিছিল করে বিক্ষোভ দেখান। এদিন ওই মিছিলে পৌরসভার কর্মচারী ছাড়াও সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

তাদের দাবি,কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ তিনি একজন রাজনৈতিক ব্যক্তি এবং প্রাক্তন মন্ত্রী। পাশাপাশি তিনি একজন বয়স্ক মানুষ। চেয়ারম্যানকে ঘিরে কিছু সমাজ বিরোধী মানুষ বিক্ষোভ দেখান। তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কোচবিহার পৌরসভার কাজ ২৪ ঘণ্টা বন্ধ রেখে শহরে মিছিল করছি। যতক্ষণ দোষীরা গ্রেপ্তার হবে না ততক্ষণ এই বিক্ষোভ মিছিল ও সমস্ত কাজ কর্ম বন্ধ থাকবে।

এদিন এবিষয়ে বিক্ষোভ মিছিল থেকে কোচবিহার পৌরসভার এক কর্মচারী জানান, আমরা আমাদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে যারা হেনস্থা করেছে তাদের গ্রেপ্তারের দাবি ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল। আজ আমরা পৌরসভার কাজ ২৪ ঘণ্টা বন্ধ রেখেছি। যদি দোষীরা শাস্তি না পায় তাহলে আমরা আগামীতেও পৌরসভার কাজ বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাবো।