রামনবমী উপলক্ষে জোর প্রস্তুতি চলছে পুরাতন মালদা ব্লকের সাহাপুর এলাকার ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে।

0
286

নিজস্ব সংবাদদাতা, মালদা:- রামনবমী উপলক্ষে জোর প্রস্তুতি চলছে পুরাতন মালদা ব্লকের সাহাপুর এলাকার ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে। এবারে এই আশ্রমের ৫৬ তম রামনবমী উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ৩০ মার্চ বৃহস্পতিবার ভারত সেবাশ্রম সংঘের মন্দির প্রাঙ্গনে পূজিত হবেন দেবী দুর্গা। তার আগেই শুরু হয়েছে জোর প্রস্তুতি। যদিও ২৮ মার্চ থেকেই বাসন্তী পূজার আয়োজন করা হয়ে থাকে ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে। মূল পুজোর দিন হচ্ছে ৩০ মার্চ রামনবমী। সেদিন বিশাল একটি যজ্ঞের আয়োজন করা হয় এবং ভক্তদের খিচুড়ি প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। ভারত সেবাশ্রম সংঘের মন্দির প্রাঙ্গনে এই পুজোকে ঘিরে কয়েক হাজার ভক্তেরা ভিড় করেন সেখানে। রামনবমী উৎসবকে ঘিরে ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ওই আশ্রম প্রাঙ্গনে । পাশাপাশি চলছে দেবী দুর্গা রূপে পূজিত হওয়া বাসন্তী মায়ের মূর্তি তৈরির কাজও।