পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- সুরাট আদালতে রাহুল গান্ধী গ্রেফতারি প্রতিবাদে ইতিমধ্যে প্রতিবাদের সোচ্চার হয়েছে কংগ্রেস। সেই মর্মেই পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধীর গ্রেফতারি প্রতিবাদে নবাব হাট মোড়ে জাতীয় সড়ক অবরোধ করা হয়। জেলা কংগ্রেসের সদস্যরা পথ অবরোধে বসে পড়েন। তারফলে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। বেশ কিছুক্ষণ যান চলাচলে ব্যাহত হয় জাতীয় সড়ক। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য বলেন, আজ আমরা জাতীয় সড়ক অবরোধ করলাম। আপনারা জানেন গুজরাটের সুরাট আদালত আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি মানহানি মামলাতে শাস্তি ঘোষণা করেছেন। আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী ভারত জড়ো যাত্রার মধ্যে দিয়ে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে মানুষকে একত্রিত করেছেন তাই এই সাম্প্রদায়িক সরকার তার কন্ঠকে রোধ করার জন্যই গুজরাটের সুরাট আদালতের তরফে এই শাস্তি ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন সাংসদ পদ খারিজ করতে হলে রাষ্ট্রপতির অনুমতি প্রয়োজন। তাই আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এই চক্রান্ত তার জন্যই আমরা আর জেলা কংগ্রেসের তরফ থেকে পথ অবরোধ করলাম।