জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- গভীর রাতে হাতির হানায় ক্ষতিগ্রস্ত একটি রেশন দোকান। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। জানা যায় গতকাল মধ্যরাতে একটি দলছুট হাতি জলপাইগুড়ি জেলা রাজগঞ্জ ব্লকের মান্তাদারি এলাকায় একটি রেশন রেশন দোকানে দরজা ভেঙে চাল, আটা বের করে নিয়ে পালিয়ে যায়। দোকানও ভাঙচুর করে বলে অভিযোগ। দোকানের পাশে থাকা বাড়ির লোকেরা কিছু একটা বুঝতে পেরে চিৎকার করতে শুরু করে। এরপরেই এলাকাবাসী সকলে বেরিয়ে এলে হাতিটিটি একটি আটার বস্তা নিয়ে দৌড়িয়ে পালায় বলে দাবি দোকানদারের। এলাকাবাসী জানায় রাত্রি সাড়ে বারোটা নাগাদ একটি হাতি এসে রেশন দোকানে ভাঙচুর করে। এরপরে তারা পার্শ্ববর্তী লোককে ফোন করে ডাকার পরে লোক জড়ো হতেই হাতিটি পালিয়ে যায়। পরে বাড়ির বাইরে বের হয়ে এসে দেখে রেশন দোকানের দরজা ভেঙ্গে দিয়েছে এমনকি ঘরের চাল। এ বিষয়ে রেশন দোকানদারের ছেলে জানিয়েছেন মধ্যরাতে হাতিয়ে এসে দরজা ভেঙে আড়াই বস্তা চাল ও আড়াই বস্তা আটা খেয়েছে। এ বিষয়ে তিনি এরিয়া ইন্সপেক্টর কে জানিয়েছেন যাতে এই ক্ষয়ক্ষতি সামগ্রী তিনি পান ও গ্রাহকদের সমস্ত সামগ্রী যেন দিতে পারেন।
Home রাজ্য উত্তর বাংলা হাতির হানার রেশন দোকান ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি এলাকায়।