কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: – পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে শক্তিশালী করতে পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতির জেলা ২৬ টি সার্কেলের কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করা হলো আজ। এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নিউটাউন কার্যালয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতির কোচবিহার জেলার সভাপতি সুব্রত নাহা সাংবাদিক বৈঠক করে ওই কমিটি ঘোষণা করেন।
এদিন তিনি বৈঠকে সাংবাদিকদের বলেন, করোনা শুরু হওয়ার পর দুই বছর অগোছালো সংগঠনকে সাজিয়ে পঞ্চায়েত ভোটে কাজে লাগানোর লক্ষ্যে বা দলকে শক্তিশালী করতে কোচবিহার জেলা তৃণমূল শিক্ষক সমিতির ২৬ টি সার্কেলের কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করা হলো। কারণ দুই বছরে বহু শিক্ষক বা সার্কেলের দায়িত্ব থাকা কর্মীরা অবসর নিয়েছেন। তার কারণে সার্কেল কমিটি ভেঙে যায়। তারপর আজ নতুন করে ওই ২৬ টি সার্কেলের কমিটি পদাধিকারী নাম ঘোষণা করা হলেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় নি। বাকি কমিটির নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানান তিনি।
এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতির কোচবিহার জেলার সভাপতি সুব্রত নাহা সহ আরও অনেকে।