পূর্ব মেদিনীপুরে কোলাঘাটের অন্তর্গত আশুরালী-পাইকপাড়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হলো।

0
316

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুরে কোলাঘাটের অন্তর্গত আশুরালী-পাইকপাড়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হলো। সকাল ১০ টা থেকে ভোট পর্ব চলে। ভোট শেষ হয় দুপুর ২ টোয়।মোট ১২ টি আসনের ৩ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে। তবে প্রার্থী বিভ্রাট নিয়ে সমস্যায় পড়ে ভোটাররা।তৃণমূলের প্রার্থী শক্তিপদ সরকারের নাম থাকলেও পাশাপাশি বামেদের গনতান্ত্রিক সমবায় উন্নয়ন মঞ্চের প্রার্থীর নাম থাকে।অন্যদিকে বিজেপির দাবি ঐ প্রার্থী তাদের।সব মিলিয়ে আজ ৯ টি আসনে ভোট পর্ব চলে। ভোটার ছিলো প্রায় ৪৫০। তবে ভোট প্রকাশের পরও দুরকম চিত্র ধরা পড়লো।তৃণমূলের দাবী ১২ টি আসনের মধ্যে ১০ টি আসন তাদের সংগ্রহে। বিজেপি ১ টি ও বামেদের গনতান্ত্রিক সমবায় উন্নয়ন মঞ্চের ১ টি। তাই তৃণমূলের পক্ষ থেকে চলে আবির মেখে বিজয় উল্লাস। অন্য দিকে বিজিপিও আবীর মেখে উল্লাস করে। তাদের দাবি বোর্ড গঠনের দিন তাদের প্যানেল থেকে জেতা প্রার্থীদের নিয়ে বোর্ড গঠন করবো।বিজেপি ৬ টি আসন ও বামেদের ১ জন নিয়ে ৭ টি আসন নিয়ে বোর্ড গঠন করবে।সব মিলিয়ে বোর্ডগঠনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।