কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: রাহুল গান্ধীর লোকসভা সদস্যপদ খারিজ হওয়ার প্রতিবাদে সারা দেশের সত্যাগ্রহের কর্মসূচি নিয়েছে কংগ্রেস। রবিবার সাগরদীঘি সংলগ্ন গান্ধী মূর্তি পাদদেশে সত্যাগ্রহ আন্দোলনে বসে কোচবিহার জেলা কংগ্রেস। এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি রবিন রায়,পার্থ প্রতিম ঈশোর, বিশ্বজিত সরকার, সুরজিৎ দাস সহ আরও অনেকে।
জানা গেছে, জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে নির্দেশে সারা দেশের সাথে সাথে কোচবিহার জেলাতেও এই সত্যাগ্রহ আন্দোলন চলছে।
জানা গেছে, রাহুল গান্ধীর সংসদ সদস্যপদ খারিজ করার জন্য ‘চক্রান্ত’ করা হয়েছে। রাহুলের মুখ বন্ধ করতেই সরকারপক্ষ এহেন ষড়যন্ত্র এঁটেছে বলে তাদের দাবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বারবার সংসদের ঘরে-বাইরে আক্রমণ শানানোর খেসারত দিতে হচ্ছে রাহুলকে। তারেই প্রতিবাদে এই সত্যাগ্রহ আন্দোলন।
এদিন এবিষয়ে বিশ্বজিত সরকার নামে এক কংগ্রেস নেতা জানান, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করার পিছনে বিজেপির হাত সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ রাহুল গান্ধী সব সময় আদানি আম্বানি দের সঙ্গে মোদীর কি সম্পর্ক সেটা নিয়ে লোকসভায় প্রশ্ন করেন। সেই প্রশ্নের জবাব দিতে না পেরে আমাদের প্রিয় সাংসদ রাহুল গান্ধীর উপর নানা রকম অভিযোগ এনে আদালতের দারস্ত হন। সেই কারণে আদালতের নির্দেশে তার দুই বছরের সাজার ফলে সাংসদ পদ হারান। কিন্তু আসলে পুরোটাই মোদী সরকারের গেম। তাই আমরা আমাদের হাইকমান্টের নির্দেশে সারা দেশের সাথে কোচবিহার জেলাতেও সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছি।