আলিপুরদুয়ারে এসে প্রতি বুথে ৫০ শতাংশ ভোটের লক্ষ্যমাত্রা দিলেন শিলিগুড়ি পুর কর্পোরেশনের মেয়র গৌতম দেব।

0
191

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ারে এসে প্রতি বুথে ৫০ শতাংশ ভোটের লক্ষ্যমাত্রা দিলেন শিলিগুড়ি পুর কর্পোরেশনের মেয়র গৌতম দেব। আলিপুরদুয়ার জেলার পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে শিলিগুড়ি পুর কর্পোরেশনের মেয়র গৌতম দেবকে। এদিন আলিপুরদুয়ারে এসে দলীয় নেতা কর্মীদের সাথে বৈঠক করেন গৌতম দেব। বলেন, পঞ্চায়েত ভোটে প্রত্যেক বুথে ৫০ শতাংশ ভোট আমাদের নিশ্চিত করতে হবে। বিরোধিদের রামধনু জোট আছে। সাগর দিঘির পর তা প্রকাশ্যে এসেছে। এদিন নিয়োগ দূর্নীতি নিয়ে গৌতম বলেন, রাজ্যে ১১ সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু এখন যখন প্রশ্ন উঠছে তাহলে পুরনো ঘটনার তদন্ত করতে হবে।( নিয়োগ দূর্নীতি)। পঞ্চায়েত স্তরে তৃণমূল নেতাদের ফুলে ফেপে ওঠা প্রসঙ্গে গৌতম বলেন, দল স্ক্রিনিং করছে। ব্যবস্থা নেবে। এদিকে উদয়ন গুহ বর্ষীয়াণ নেতা। ওনার মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিছু বলবো না। টক টু মেয়র করে আমরা মানুষের কাছাকাছি পৌছেছি। এপ্রিল থেকে শিইগুড়ি পুর কর্পোরেশনের মানুষের বাড়ি বাড়ি যাওয়ার কর্মসূচী নেওয়া হবে।