কাউন্সিলরের আবেদন নিবেদন করার ফলে রাজ্য থেকে রাস্তা তৈরির টাকা আনলেও রেলের অনুমতি না হবার জন্য রাস্তার কাজ হচ্ছে না, ফেরত যাচ্ছে রাস্তা তৈরির টাকা, সমস্যার মধ্যে এলাকার বাসিন্দারা।

0
245

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রাদেব অনেক আবেদন নিবেদন করে রাজ্য সভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য কে । প্রদীপ ভট্টাচার্য রাস্তা তৈরিরজন্য টাকা তার ফান্ড থেকে দিয়েছিলেন জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে। কিন্তু রেলের অনুমোদন না মেলার জন্য সেই টাকা ফেরত যেতে বসেছে বলে কাউন্সিলর জানিয়েছেন। যদিও বিষয়টি নিয়ে সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন এই নিয়ে drmএর সাথে কথা হয়েছে। কিন্তু কিছু সমস্যার জন্য রাস্তা তৈরির অনুমতি দেবা হয়নাই। আবার তিনি বিষয়টি নিয়ে দেখবেন বলেও তিনি জানিয়েছেন। জলপাইগুড়ি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পাঁচ নম্বর ঘুমটি সংলগ্ন রাস্তার বিষয়টির কথা এই খবরে বলা হয়েছে।এই নিয়ে কাউন্সিলর সাংসদ জয়ন্ত কুমার রায়ের সাথেও এলাকার বাসিন্দাদের নিয়ে কথাও বলেছেন এইদিন।