দূর্নীতি সহ রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সোমবার আন্দোলনে নামল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি।।।

0
147

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- দূর্নীতি সহ রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সোমবার আন্দোলনে নামল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। এদিন বালুরঘাট শহরে জেলা প্রশাসনিক ভবণের সামনে অবস্থান বিক্ষোভ চলে বিজেপির পক্ষ থেকে। তার আগে বালুরঘাট শহরে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। এই আন্দোলনে সামিল ছিলেন বিজেপির জেলা সভাপতি সরূপ চৌধুরী, নেতা শুভেন্দু সরকার, বাপি সরকার, রঞ্জন মন্ডল সহ অনান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীরা।
জেলা সভাপতি সরূপ চৌধুরী বলেন, কয়লা চুরি, বালি চুরি, গরু পাচার, চাকরি দূর্নীতি হয়েছে এরাজ্যে। এতে তৃণমূলের নেতা নেত্রীরা জড়িত। একশো দিনের কাজে নয়ছয় ও পঞ্চায়েতে দূর্নীতি হয়েছে। এর প্রতিবাদে বিজেপির এই অবস্থান শুরু হল। আগামীতেও চলবে।