নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এক যুবককে নৃশংসভাবে মারধরের প্রতিবাদে সোমবার দুপুরে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কৃষ্ণনগর ডি এল রায় রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন কৃষ্ণনগর পৌরসভা ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। প্রসঙ্গত, শনিবার রাতে ১৫ নম্বর ওয়ার্ডের রায়পাড়া, মালিপাড়া এলাকার বাসিন্দা দীনবন্ধু দত্ত নামের এক যুবককে ভারি কোন বস্তু দিয়ে নৃশংসভাবে মারধর করার অভিযোগ ওঠে কাঞ্চন চন্দ্রনাথ ও অভিজিৎ চৌধুরী নামের দুই যুবকের বিরুদ্ধে। আক্রান্ত যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তদন্তে নেমে কাঞ্চন ও অভিজিৎ কে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। মূলত তারই প্রতিবাদে এই দিন অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডি এল রায় রোড অবরোধ করে বিক্ষোভ দেখান আক্রান্ত যুবকের এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় কোতোয়ালি থানার পুলিশ। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
Home রাজ্য দক্ষিণ বাংলা যুবককে নৃশংস ভাবে মারধোরের ঘটনায় রাস্তা অপরাধ করে প্রতিবাদে সামিল গোটা ওয়ার্ডের...