সুদীপ সেন, বাঁকুড়া:- বাঁকুড়া জেলার শিক্ষার মান চিত্রে
শালতোড়া নেতাজি সেন্টেনারি কলেজ একটি উল্লেখ্যযোগ্য নাম ।
কলেজের সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল রক্তদান শিবির, যা উৎসবের চেহারা নেয়। এই মহতী রক্তদান শিবিরের উদ্বোধন করেন কলেজের পরিচালন সমিতির সভাপতি সম্মানীয় সন্তোষ কুমার মন্ডল মহাশয় এবং কলেজের অধ্যক্ষ কিশোর কুমার বিসওয়াল মহাশয়।
কলেজের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী সকলেই এই রক্তদান শিবিরে রক্ত দান করেন।
এই রক্তদান শিবিরকে ঘিরে ছাত্র-ছাত্রীদের উদ্যোগ ছিল চোখে পড়ার মতো। অধ্যক্ষ কিশোর কুমার বিসওয়াল জানিয়েছেন প্রায় ৮০ জন এই শিবিরে রক্ত দান করেছেন। রক্তদাতাদের প্রত্যেককে কলেজের তরফ থেকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়েছে।
পরিচালন সমিতির সভাপতি শ্রী সন্তোষকুমার মন্ডল জানিয়েছেন,- এই রক্তদান শিবিরে অংশগ্রহণের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীরা সমাজের প্রতি দায়বদ্ধ হতে শিখবে।