গৃহস্থের ঘরে ছিটকিনি দিয়ে কালী মন্দির থেকে লক্ষাধিক টাকার সোনা ও রুপার গহনা চুরির ঘটনায় চাঞ্চল্য।

0
324

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  অভিনব ভাবে গৃহস্থের কালী মন্দির থেকে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। গৃহস্থের ঘরে ছিটকিনি দিয়ে চুরি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। লক্ষাধিক টাকার সোনা ও রুপার গহনা চুরি করে নেয় দুষ্কৃতীরা। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানা এলাকার এক নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লীর। পরিবারের অভিযোগ, গতকালকে রাতে তারা খাওয়া দাওয়া করে স্বপরিবারে ঘুমিয়ে পড়েছিলেন। ভোর রাতের দিকে মন্দিরের গ্রিলের আওয়াজ পান তারা, ঘরের দরজা খোলার চেষ্টা করলে বুঝতে পারে বাইরে থেকে ছিটকিনি দিয়ে দেওয়া হয়। যদিও পরিবারের অন্য এক সদস্য বাইরে বেরোতেই তিন দুস্কি দিকে নজরে পড়ে, এরপর একাই ধাওয়া করে, এরপর পালিয়ে যাই দুষ্কৃতীরা। পরিবারের অভিযোগ, মন্দিরের গ্রিলের তালা ত্রিশূল দিয়ে ভেঙে মন্দিরে ঢোকে দুষ্কৃতীরা, এরপর কালী প্রতিমার গায়ের থেকে সোনা ও রুপার গহনা চুরি করে। অন্যদিকে শিবের চোখ, নাক, গোপালের বাসি সমস্ত কিছু চুরি করে নেয় দুষ্কৃতীরা। যদিও লক্ষাধিক টাকার সোনা ও রুপার গহনা চুরি হয়েছে বলে দাবি করে পরিবার। অন্যদিকে কালীমন্দিরে রাখা ছিল দুটি ভান্ডার, সারা বছরের দক্ষিণা জমা পড়তো ভান্ডারে, সেই দক্ষিণার টাকা দিয়ে কালী মায়ের বাৎসরিক অনুষ্ঠানে কাজে লাগাতো পরিবার, সেই ভান্ডারও চুরি করে নয় দুষ্কৃতীরা। যদিও ভান্ডারটি ভেঙ্গে তার ভেতরে থাকা টাকা-পয়সা নিয়ে ভান্ডার ভেঙে ফেলে দেয় জঞ্জালে। সকাল থেকেই চুরির ঘটনা নজরে পড়তেই আতঙ্কে ভুগছে গোটা পরিবার, এছাড়াও এলাকায় তীব্র চাঞ্চল সৃষ্টি হয়। আজ চুরির ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। পরিবারের অভিযোগের ভিত্তিতে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তবে গৃহস্থবারীর গৃহিণীরা জানান, তাদের বাড়ির কালীমন্দির টি পাগলা বাবা নামে এলাকায় পরিচিত। মন্দিরের একের পর এক প্রতিমার গায়ের থেকে যেভাবে দুষ্কৃতীরা গহনা চুরি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে পরিবার।