দলছুট হাতিকে বাগে আনতে গিয়ে সেই হাতির হামলায় গুরুতর আহত হল রেঞ্জার।

0
388

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দলছুট হাতিকে বাগে আনতে গিয়ে সেই হাতির হামলায় গুরুতর আহত হল রেঞ্জার।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মেদিনীপুর গোপগড় জঙ্গলে। বনদপ্তর সুত্রে জানা যায়, এদিন সকালে গোপগড় এলাকায় চলে আসে একটি দলছুট বাচ্চা হাতি। সকাল থেকেই এলাকায় তান্ডব চালায় হস্তী শাবকটি। যেহেতু পাশেই মেদিনীপুর শহর, তাই কোন ঝুঁকি না নিয়ে বন দপ্তরের তরফে হস্তী শাবকটিকে ট্রানকুলাইজ করার চেষ্টা করে বনকর্মীরা। মেদিনীপুর বনবিভাগের রেঞ্জার পাপন মহান্তিই ছিলেন ট্রাংকুলাইজ গান হাতে। সেই সময় হস্তী শাবকটি হঠাৎই আক্রমন করে পাপন মহান্তির উপর। হাতির আক্রমনে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে অন্যান্যরা তাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করে। হাসপাতাল সুত্রে জানা গেছে, পাপন মহান্তির হাতে, বুকে ও কোমরে গুরুতর আঘাত লেগেছে। অন্যদিকে এবিষয়ে মেদিনীপুর বনবিভাগের বনাধিকারিক সন্দীপ বেরোয়ালকে ফোনে জিজ্ঞেস করা হলে তিনি জানান, একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তবে তিনি এবং বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে এবং দলছুট হস্তী শাবকটিকে ট্রাংকুলাইজ করার চেষ্টা চালানো হচ্ছে। অবশেষে চার ঘন্টার চেষ্টায় মেদিনীপুর বনবিভাগের অন্তর্গত গোপগড় জঙ্গলের হস্তী শাবকটিকে ঘুমপাড়ানি গুলি করে বাগে আনলো বন দপ্তরের কর্মীরা। মঙ্গলবার সকাল থেকে গোপগড় এলাকায় তান্ডব চালায় হস্তী শাবকটি। সকাল ১০ টা থেকে বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা হস্তী শাবকটিকে ট্রাংকুলাইজ করার কাজ শুরু করে। তারই মধ্যে হাতির হামলায় গুরুতর আহত হয় বন দপ্তরের মেদিনীপুর বিভাগের রেঞ্জার পাপন মহান্তী। তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই আরও তৎপর হয় বন বিভাগ। বনাধিকরিক সহ আরো বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুপুর প্রায় ৩ টে নাগাদ হস্তী শাবকটিকে ঘুমপাড়ানি গুলি করে অজ্ঞান করে ক্রেনের সাহায্যে তুলে অন্যত্র সংরক্ষিত স্থানে নিয়ে যায়। এবিষয়ে বন বিভাগের CCF কেপি সিং জানান, হাতি মানুষকে একসঙ্গে যেহেতু থাকতে হয়, তাই মানুষকে আরও সচেতন হতে হবে।