পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে অরবিন্দ অঞ্চলের রাস্তার শিল্যান্যাস হলো।

0
423

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- মুখ্যমন্ত্রীর হাত দিয়ে ভার্চুয়ালি ভাবে মঙ্গলবার জেলার বিভিন্ন অঞ্চলের রাস্তার শিলান্যাস হয়।মোট বারো হাজার কিলোমিটার রাস্তা পথশ্রী রাস্তাশ্রীপ্রকল্পের মাধ্যমে নতুন ও পুরনো রাস্তার কাজ হবার কথাজানা গেছে। নয়াপাড়া থেকে সরকার, গোমস্তাপাড়ার তিন কিলোমিটার । পাশাপাশি চৌরঙ্গী মোড় থেকে রামকৃষ্ণ পল্লী ,বৈরাগীপাড়া ভাঙা পাড়া আনন্দ নগর ইত্যাদি অরবিন্দ অঞ্চলের রাস্তার শিল্যান্যাস হলো। অরবিন্দ অঞলের এই ভার্চুয়ালি অনুষ্ঠানের আগে একটি মিছিল করে মমতা ব্যানার্জি কে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী রা।আজকের অরবিন্দ অঞ্চলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরবিন্দ অঞ্চলের প্রধান সুনীতা চন্দ্র লোহারা, পঞ্চায়েত সঞ্জীব কর্মকার, রাজেশ মন্ডল সহ আরও কিছু সরকারী আধিকারিক রা।