শালতোড়া ব্লকের আর,টি, ই , প্রকল্প পরিদর্শনে ডি,আর ডি,সি , সেল ও রাজ্য প্রতিনিধি দলের সদস্য রা।

0
139

সুদীপ সেন, বাঁকুড়া:- স্বনির্ভর গোষ্ঠী ও সংঘ গুলিকে স্বাবলম্বী ও স্বনির্ভর করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার।

তাদের মধ্যে অন্যতম সংঘের সদস্য দের দ্বারা আই, সি, ডি,এস, কেন্দ্রের শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য তৈরি করে কেন্দ্রগুলোতে বিতরণ করা।

শালতোড়া ব্লকের সালমা গ্রাম পঞ্চায়েতের মা সারদা সমবায় সংঘ বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের আই, সি, ডি, এস কেন্দ্রের শিশুদের পুষ্টিযুক্ত খাদ্য তৈরি করার কাজে জেলা প্রশাসনের সাথে চুক্তি স্বাক্ষর করে।

এই কাজে ইতিমধ্যেই বাঁকুড়ার এস ডি ও মাননীয় সুশান্ত কুমার ভক্ত একবার কেন্দ্র টি পরিদর্শন করে সংঘের সাথে একটি চুক্তি করেন।

মঙ্গলবার ডি,আর,ডি,সি সেল এবং রাজ্য প্রতিনিধি দলের সদস্য সহ শালতোড়ার বিডিও শ্রীযুক্ত মানস কুমার গিরি, জয়েন্ট বিডিও শ্রীযুক্ত মিলন মালাকার, সিডিপিও, শালতোড়া, ডাব্লিউ, ডি, ও, ফুড সেফটি অফিসার ও অন্যান্য আধিকারিক গণ এই কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন।

আগত আধিকারিক গণ সংঘের সদস্যা দের সঙ্গে এই প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
খাদ্যের গুণগত মান যাতে ভালো হয় সেই বিষয়ে তাদের অবহিত করেন।

সংঘের আর কোনো অসুবিধা বা চাহিদা থাকলে তাও তাঁরা জানতে চান।