সদ্য মা বাবা হারা দুই শিশুর পাশে দাঁড়ালো নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ ব্লক প্রশাসন।

0
165

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সদ্য মা বাবা হারা দুই শিশুর পাশে দাঁড়ালো নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ ব্লক প্রশাসন। কৃষ্ণগঞ্জ ব্লক অফিসে স্নেহা সর্দার ( ৫) ও সন্দীপ সর্দারকে (১০) সাথে নিয়ে যান দিদিমা বুলবুল সর্দার। এবং বিডিও কামাল উদ্দিন আহমেদের কথা মত দেখা করেন তাঁর সাথে। রাজ্য সরকারের সমব্যথী প্রকল্পের অর্থ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও জামাকাপড় দুই শিশুর হাতে তুলে দেন বিডিও। পাশাপাশি আগামী দিনে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন তিনি। এছাড়াও ভবিষ্যতে শিশু দুটিকে দেখভাল করবার ক্ষেত্রে কোন সমস্যা হলে তাদের হোমে পাঠানোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে আশ্বাস দেন তিনি। প্রসঙ্গত, গত শুক্রবার রাতে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়া কুটিরপাড়া এলাকার বাসিন্দা জয়ন্ত সর্দার দাম্পত্য কলহের জেরে স্ত্রী দিপালী সর্দারকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার পর নিজে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। এই ঘটনার পর বাবা মা হারা হয়ে পড়ে সর্দার দম্পতির শিশু কন্যা স্নেহা ও পুত্র সন্দীপ সর্দার। ঘটনাটি জানার পর অসহায় শিশু দুটির সাথে যোগাযোগ করেন কৃষ্ণগঞ্জের বিডিও কামাল উদ্দিন আহমেদ। এরপর এই দিন তাঁর কথামতো দাদু, মামা ও দিদা বুলবুল সর্দারের সাথে ব্লক অফিসে এসে বিডিওর সাথে দেখা করে ছোট্ট স্নেহা ও সন্দীপ।