এক অভিনব কর্মসূচি পালন করলেন দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত বন্ধ সমর্থনকারী শোকজ নোটিশ প্রাপ্ত শিক্ষক রা।

0
235

দঃ দিনাজপুর, নিজস্ব সমবাদদাতাঃ- ঢাকার তালে কোমর দলে খুশিতে নাচে মন। বাঙালির দুর্গা পূজার গানের আদলে এবার কথা বদলে গেল চলতি মাসের ১০ তারিখের ডি, এ অন্দল সমর্থন করিরদের মুখে। এমন এক অভিনব কর্মসূচি পালন করলেন দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত বন্ধ সমর্থনকারী শোকজ নোটিশ প্রাপ্ত শিক্ষক দের মুখে। শুধু তাই নয় ঢাক বাজিয়ে কেক কেটে মিষ্টি মুখ করে ধর্মঘট সমর্থন করি শোকজ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা। আজ বালুরঘাট সদর এস,এই অফিসে শোকজ নোটিশের জবাব দিলেন বালুরঘাট সদর চক্রের স্কুল শিক্ষক শিক্ষিকারা। অভিযুক্ত শিক্ষক সনাতন পাল জানান সরকার তাদের উপরে যতই চাপ দিক বা ভয় দিখির তাদের ডি এ আন্দোলনের সমর্থন থেকে বিরত রাখতে পারবেনা, আর সেই কারণে বাসন্তী পুজোর অষ্টমীর দিনে দুর্গা পূজার মেজাজে মেতে উঠেন সকল শিক্ষক শিক্ষিকারা।