নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- ডিস্ট্রিক্ট লিগ্যাল সেল সার্ভিসেস অথরিটি এবং ইউনিসেফের উদ্যোগে শিশু বিকাশ বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো মঙ্গলবার।
জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার থানা গুলোর সেকেন্ড অফিসার দের নিয়ে মঙ্গলবার কাপাসিটি বিল্ডআপ কর্মশালা অনুষ্ঠিত হয় জেলা আদালত সংলগ্ন লিগ্যাল সেল অথরিটির ভবনে।
এই বিশেষ কর্মশালা প্রসঙ্গে ডিস্ট্রিক্ট লিগ্যাল সেল সার্ভিসেস অথরিটির সেক্রেটারি ল্যারি গোমসে জানান।
মূলত দুই জেলার থানার মোট ৩৫ জন সেকেন্ড অফিসার পদ মর্যাদার পুলিশ কর্মীরা অংশ নিয়েছে, এই অনুষ্ঠানে,
মূলত শিশুদের সঙ্গে পুলিশ অফিসার দের ব্যাবহার, আচরণ কেমন হবে সেই দিক গুলোকে তুলে ধরা হচ্ছে।