নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- প্রি প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণীর দেবাঙ্গ ছাত্রছাত্রীদের শংসাপত্র দেওয়া ক্যাম্প অনুষ্ঠিত হলো আনন্দ মোহন জিএস এফ প্রাইমারি বিদ্যালয়ে। বুধবার এই ক্যাম্পে রানাঘাট 1 ব্লকের রানাঘাট পুরসভা, বিরনগর পুরসভা ও তাহেরপুর নোটিফায়েড পুরসভা এলাকার সমস্ত বিদ্যালয়ের প্রায় 350 জন দিবাঙ্গ ছাত্রছাত্রীদের শারীরিক পরীক্ষা করে তাদের শংসাপত্র দেওয়া হয়। উদ্যোক্তাদের দাবি, এই শংসাপত্র পাওয়ার পর সরকারের প্রায় 17 টি প্রকল্পের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন দিবাঙ্গ ছাত্র ছাত্রীরা। বুধবারের এই ক্যাম্প প্রসঙ্গে রানাঘাট শহর চক্র অবর বিদ্যালয় পরিদর্শক গৌরব্রত সরকার আমাদের জানান…….
Home রাজ্য দক্ষিণ বাংলা প্রি প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণীর দেবাঙ্গ ছাত্রছাত্রীদের শংসাপত্র দেওয়া ক্যাম্প অনুষ্ঠিত হলো...