জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- রাস্তার শিল্যান্যাস একটা ভাওতা।পঞায়েট ভোটের আগেই নতুন কৌশল তৃণমূলের। বললেন বিজেপি।জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া এবং বেলাকেবা গ্রাম পঞ্চায়েতের রাণীনগর এলাকা সহ অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সরকার পাড়া এলাকায় রাস্তা নির্মাণ ও সংস্কারের শিলান্যাসের অনুষ্ঠান হতেই সুর চড়ালো বিজেপি। এদিন তীব্র ভাষায় কটাক্ষ করেন জলপাইগুড়ি বিজেপি শহর পর্যবেক্ষক সৌজিত সিংহ।
মুখ্যমন্ত্রীর হাত দিয়ে ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকার রাস্তা নির্মাণ ও সংস্কারের শিলান্যাস করা হয় মঙ্গলবার। পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের মোট ১২ হাজার কিলোমিটার নতুন ও পুরোনো রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে।
জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন বালাপাড়া এলাকার পাশাপাশি বেলাকোপা গ্রাম পঞ্চায়েতের অধীন রাণীনগর সংলগ্ন বেশ কিছু রাস্তা সহ অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অধীন বিভিন্ন জায়গায়।এই বিষয়ে বিজেপির তরফে কি বলা হলো শুনা যাক,