কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: অস্থায়ী শ্রমিকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল কোচবিহার পৌরসভা। গতকাল পৌরসভার বোর্ড মিটিং-এ ওই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার কোচবিহার পৌরসভার অফিসে ঘরে সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করলেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।
জানা গেছে কোচবিহার পৌরসভার প্রায় 400-র বেশি অস্থায়ী কর্মী রয়েছে। সেই অস্থায়ী কর্মীদের এক হাজার টাকা করে মাইনে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় কোচবিহার পৌরসভা। গতকাল কোচবিহার পৌর বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
এদিন এবিষয়ে সাংবাদিক বৈঠক করে পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, গতকাল বোর্ড মিটিং হয়েছে। সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সকল অস্থায়ী কর্মচারী রয়েছে। যাদের বেতন পাঁচ হাজার সাড়ে চার হাজার চার হাজার তিন হাজার টাকা ছিল। সেই সমস্ত বেতনভুক্ত কর্মচারীদের বেতন এক হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। যার বর্তমান নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় এই মাইনে দিয়ে তাদের সংসার চলে না। তাই পৌর বোর্ডে আলোচনা করে আজ তাদের বেতন বৃদ্ধি করা হয়।