কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- হিন্দুধর্মে রাম নবমীর জন্য অধীর আগ্রহের সঙ্গে অনেকেই অপেক্ষা করে থাকেন। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এদিনই ভগবান শ্রী রাম মানব জন্ম নিয়ে অবতীর্ণ হয়েছিলেন। তাই তাঁর পুজোর জন্য দীর্ঘ দিন ধরেই প্রস্তুতি নিতে থাকে রাম ভক্তরা। এবার রাম নবমীর পুন্য তিথি পড়েছে আজ ৩০শে মার্চ বৃহস্পতিবার। এদিন কোচবিহার জেনকিন্স স্কুলের সামন থেকে ওই মিছিল বের। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবার জেনকিন্স স্কুলের সামনে এসে শেষ হয়। ওই মিছিলে পা মেলান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক, বিধায়ক নিখিল রঞ্জন দে, বিধায়ক মালতি রাভা রায়, বিধায়ক মিহির গোস্বামী সহ আরও অনেকে।
এদিন এবিষয়ে কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, আজ আমরা কোন রাজনৈতিক উদ্দেশ্যে এখানে আসিনি। তারা জানেন আজ রামনবমী। পৃথিবী ভগবান রামচন্দ্র মানব রূপে জন্ম নিয়ে অবতীর্ণ হয়েছিলেন। সারা দেশের সাথে সাথে আজ কুচবিহার জেলাতেও এই রামনবমী অনুষ্ঠিত হয়। সেখানে আমরা আজ পা মিলিয়েছি। খুব ভালো লাগছে। আগামী দিনে যতদিন এই ধরনের সামাজিক অনুষ্ঠান গুলি বা ধর্মীয় অনুষ্ঠানগুলি হবে আমি সবসময় চেষ্টা করব যোগদান করার।