জলপাইগুড়ির বাবুপাড়ায় সাংবাদিক সম্মেলন করলেন জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

0
156

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- গত মঙ্গলবার রাজ্যের মোট ২২ টি জেলার রাস্তাশ্রী ও পথশ্রী প্রকল্পের কাজের ভার্চুয়াল মোডে সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২২ টি জেলায় ৯২১৫ টি রাস্তার কাজের সূচনা হয়। প্রায় ১২০৬০ কিলোমিটার রাস্তার জন্য ৩৬৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়। এই নিয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ির বাবুপাড়ায় সাংবাদিক সম্মেলন করলেন জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এদিনের এই সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ, তৃণমূল নেতা খগেশ্ব রায় ,মন্টি বুলুচিক বরাইসহ অন্যান্যরা। এদিন সাংবাদিক সম্মেলন করে তৃনমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ জানান, জলপাইগুড়ি জেলায় ১৯০ টি রাস্তা, প্রায় ৪৫০ কিলোমিটারের মতো রাস্তার কাজের সূচনা হয়েছে। খুব ‌তাড়াতাড়ি এই সমস্ত রাস্তার কাজ শেষ করা হবে বলে আশ্বাস দেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি।