শান্তিপুর স্টেশন সংলগ্ন গোলপার্কের পাশে রামনবমী পূজো।

0
370

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রামনবমী পূজোয় প্রশাসনিক রাজনৈতিক কোন বাধাই নেই! উচ্ছাস বিজেপি কর্মী সমর্থকদের। ভারতবর্ষের অন্যতম ব্যক্তিত্ব শ্রী রামচন্দ্র। যা অনুকরণযোগ্য সকল ভারতবাসীর। তাই শ্রী রামচন্দ্রর পুজো এবং প্রচার সাবলীল ভাবে করতে পেরে খুশি বিজেপি আর এস এস কর্মী সমর্থকরা।
আজ শান্তিপুর স্টেশন সংলগ্ন গোলপার্কের পাশে রামনবমী পূজোয় অংশগ্রহণ করেন স্থানীয় এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানন্দ বিশ্বাস, বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিনা ভৌমিক, নদীয়া জেলা রাষ্ট্রীয় স্বয়ংবর সেবক সমিতির সদস্য রঞ্জিত সরকার বহু বিজেপি আরএসএস কর্মী সমর্থকরা।
তারা প্রত্যেকেই এক বাক্যে অতীতের কালো দিনের, স্মৃতি আলোকপাত করেন। ভারতবর্ষের অন্যতম প্রধান অনুকরণযোগ্য চরিত্র শ্রী রামচন্দ্রের প্রচারে কিসে এত আপত্তি ছিল তা তাদের জানা নেই তবে পুজো সংক্রান্ত বিভিন্ন বাধা এসেছে অতীতে। যদিও আজ সকল বাধা ছিন্ন করে তারা স্বতঃস্ফূর্ত উৎসব আকারে পালন করছেন রামনবমী। শান্তিপুর এলাকায় পাঁচটি পুজো মহাসমারহে পালিত হচ্ছে এবাদেও অরাজনৈতিকভাবে বিভিন্ন, বাড়ি , ঠাকুরবাড়িতে তো আছেই।
এই উপলক্ষে আজ একটি মিছিল আয়োজন করেছে, রাম নবমী উদযাপন কমিটি।
তবে হরিপুর অঞ্চলেও বাসীদের পক্ষ থেকে রামনবমীর উৎসব বহু প্রাচীন।