সিবিআই নিরপেক্ষ তদন্ত করলে দুধকা দুধ পানিকে পানি হবে:নিশীথ কান্ড নিয়ে মুখ খুললেন মন্ত্রী উদয়ন গুহ।

0
189

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: নিশিত প্রামাণিকের কনভয়ের উপর হামলার ঘটনায় সিবিআইকে তদন্তর ভার দিয়েছে কলকাতা হাই কোর্ট। সেই তদন্ত নিয়ে কয়েকদিন মুখ না খুললেও আজ ওই তদন্ত নিয়ে মুখ খুললেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, মহামান্য হাইকোর্ট তদন্তের ভাগ দিয়েছে সিবিআইকে সে বিষয়ে আমি কোন মন্তব্য করতে পারব না। একটা কথা বলতে পারি যেটা কোর্ট যা আসা করেছে নিরপেক্ষ তদন্ত করবে সিবিআই। সিবিআই যদি ন্যূনতম নিরপেক্ষতা বজায় রেখে এই তদন্ত করে তাহলে দুধকা দুধ পানিকে পানি হয়ে যাবে। কারা সেদিন সেখানে আক্রমণ করেছে।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারী দিনহাটার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় সিবিআইকে তদন্তভার দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে,নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই ঘটনার তদন্ত করবে সিবিআই। কয়েকদিন কেটে যাওয়ার পর আজ সিবিআই তদন্ত নিয়ে মুখ খুললেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।