নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- চাকদাহে রামনবমী উপলক্ষে শোভাযাত্রা বের হয় রামনবমী সমিতির ব্যবস্থাপনায় সকল হিন্দু সনাতন ধর্মের মানুষ অংশ নেয় চাকদা বাসের অনেক দিনের ইচ্ছে ছিল একটা রামনগর শোভাযাত্রা হলে হোক সেটা সুস্থ ভাবে কারণ গতকাল হাওড়ায় যেভাবে শোভাযাত্রার উপর দুষ্কৃতী হামলা হয় সেদিকে চিন্তা করে স্বেচ্ছাসেবক বেশি করে দেড় থেকে ২০০ করা হয়েছে। কারণ প্রশাসনের উপর আর তারা ভরসা রাখতে পাচ্ছে না বলে এই ব্যবস্থা করা হয়েছে কালকের ঘটনা তার একটা উদাহরণ হিন্দুদের সিকিউরিটি হিন্দুরাই দেবে সেই জন্য স্বেচ্ছাসেবক বেশি করে নিয়োগ করেছে কর্তৃপক্ষ।এই শোভাযাত্রা চাকদহ চৌরাস্তা অর্থাৎ চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক থেকে চাকদহ বসন্তকুমারী বিদ্যাপিঠ বিদ্যালয়ের সামনে শেষ হয়।