ড্রেন তৈরির কাজের সূচনা ও ব্রিজের উদ্বোধন করলো কোচবিহার পৌরসভার চেয়্যারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।

0
324

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি মেনে ৩০৯ মিটার ড্রেন তৈরির কাজের সূচনা ও ব্রিজের উদ্বোধন করলো কোচবিহার পৌরসভার চেয়্যারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এদিন গুড়িয়াহাটি ১ অঞ্চলে নাগরিকদের উপস্থিতিতে ফিতে কেটে ব্রিজের উদ্বোধন ও ড্রেন কাজের সূচনা করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান শ্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর ও পৌরসভার অন্যান্য আধিকারিকরা। ওই ড্রেনের কাজ ও ব্রিজের উদ্বোধন হওয়ায় খুশি স্থানীয়রা।

জানা গেছে, এলাকার মানুষ দীর্ঘ দিনের দাবি মেনে ৩০৯ মিটার লম্বা ড্রেন নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়। কারণ ওই এলাকায় সামান্য বৃষ্টি হলে জল জমে। সেই কারণে ১৫ লক্ষ টাকা ব্যয়ের ওই ৩০৯ মিটার ড্রেনের কাজের সূচনা করা হলো।পাশাপাশি রাস্তার সাথে একটা ছোট কালভার্ট ছিল। সেই কালভার্ট ভেঙে নতুন করে একটি ছোট ব্রিজের উদ্বোধন করা হলো। ওই ব্রিজের আনুমানিক ব্যয় সাড়ে চার লক্ষ টাকা। ওই ড্রেনের কাজ ও ব্রিজের উদ্বোধন হওয়ায় স্থানীয় মানুষ খুশি বলে জানা গিয়েছে।