দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দিদির দূত হয়ে এলাকায় এলাকায় জনসংযোগ করছেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, বিধায়ক, প্রধান সহ নেতারা। মন্দির, মসজিদ, স্কুল, স্বাস্থ্য কেন্দ্র, পঞ্চায়েত অফিস পরিদর্শন করছেন তাঁরা। এমনকী মানুষের সাথে কথা বলে জনসংযোগ স্থাপন করছেন। রাজ্যের বিভিন্ন ব্লক, গ্রাম পঞ্চায়েতের পর এবার দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু হল দুবরাজপুর পৌর শহরে। আজ দুবরাজপুর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের আশ্রম মোড়ে কালী মন্দিরে পুজো দিয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু হয়।তাই আজ দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দিদির দূত হয়ে আসেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। এদিন দুবরাজপুর পৌরসভার ৩, ৪, ১২, ১৩, ১৪, ১৫ এবং ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাছে গিয়ে তাঁদের সমস্যার কথা শোনেন দিদির দূত অর্থাৎ পৌর প্রধান পীযূষ পাণ্ডে। এদিন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে গিয়ে মহারাজদের সাথে কথা বলেন এবং তাঁদের যে জলের সমস্যা রয়েছে তা দ্রুত সমাধান করার আশ্বাস দেন তিনি। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরুপ আচার্য, কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি, দুবরাজপুর পৌরসভার উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলার মানিক মুখার্জি, সাগর কুণ্ডু, সনাতন পাল, সুভাষ মেটে, অর্জুন চৌধুরী সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা।