নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- শুক্রবার জলপাইগুড়ি জেলা পরিষদ কার্যালয়ের উদ্যানে এই মূর্তির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
উল্লেখ্য, দেশের সংবিধান তৈরির সময় যে কনস্টিটিউশনাল এসেম্বলি কমিটি ছিলো তার অন্যতম সদস্য ছিলেন জলপাইগুড়ির ভূমি পুত্র উপেন্দ্র নাথ বর্মন। দেশের প্রথম সংবিধানে আজও ওনার সই দৃশ্যমান।
শুক্রবার ছিলো মনীষী উপেন্দ্র নাথ বর্মন মহাশয়ের জন্মদিন।
এই শুভ দিনেই জলপাইগুড়ি মনীষীর আবক্ষ মূর্তি উন্মোচিত করেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন মনীষী উপেন্দ্র নাথ বর্মন মহাশয়ের পুত্র সয়ং, তিনি এই প্রসঙ্গে জানান, আমার পিতা সেই সময় ড: আম্বেদকরের নেতৃত্বে তৈরী সংবিধান নির্মান কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
অপরদিকে রাজ্যের অন্যতম প্রাবন্ধিক তথা মনীষী সৃতি রক্ষা কমিটির সম্পাদক উমেশ সর্মা এই মুর্তি স্থাপন প্রসঙ্গে বোলেন , মনীষী উপেন্দ্র নাথ বর্মন এই শহরেই বসবাস করতেন পেশায় ছিলেন আইনজীবী ওনার এই অবদান কে আগামী প্রজন্মের সামনে অক্ষুন্ন রাখতেই এমন উদ্যোগ।
এদিনের অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায় সহ শহরের বিশিষ্ঠ জনেরা।
Home রাজ্য উত্তর বাংলা দেশের সংবিধান তৈরির কমিটিতে উত্তরবঙ্গের একজন প্রতিনিধি ছিলেন তিনি, আবক্ষ মূর্তি স্থাপন...