মহাদশমীর দিনে সিঁদুর খেলার পুজো দিলেন কোলাঘাটের মহিলারা।

0
438

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  শুক্রবার মহাদশমী। হিন্দু সমাজের পাশাপাশি জৈন সমাজের মানুষেরাও মাতলো দেবী দূর্গার আরাধনায়। তবে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের জৈন সমাজের মানুষেরা দেবী রূপে দেবী পদ্মাবতীর আরাধনায় মাতেন গত নয়দিন ধরে। গতকাল নবরাত্রি পালনের পর আজ বিজয়া পালন করলেন। সিঁদুর খেলার মধ্যদিয়ে এবং বিশেষ পুজা অর্চনার মধ্যদিয়ে আনন্দে মাতলেন জৈন সমাজের মহিলারা। কোলাঘাটে জৈন মন্দিরে ৩৬ টি পরিবারের মানুষ জন মাতেন এই দেবী পদ্মাবতীর পুজার আরাধনায়। আজ রীতি মতো সিঁদুর খেলার মধ্য দিয়ে মাতলেন মহিলারা।