জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- তিস্তা নদীতে চাষ করা লোকাল তরমুজ আসতে এখনও অনেক টাই দেরী।তাই ভিন্ন রাজ্যর তরমুজে ছেয়েগেছে গোটা জলপাইগুড়ির বাজার।খেতেও চমৎকার।দাবি ব্যবসায়ীদের। বিক্রি হচ্ছে 30থেকে 40টাকা কেজি। এপ্রিল মাসের মাঝের সময় থেকে লোকাল তরমুজ বাজারে আসে।ফলে তরমুজের রস খেতে অপেক্ষা করতে হয় অনেক মানুষ দের। কিন্তু এখন বেঙ্গালরের তরমুজে বাজার ছেয়ে গেছে। এই ধরনের তরমুজ বাজারেবিক্রি ভালোই হচ্ছে এমনটাই জানালেন তরমুজ ব্যবসায়ী রা। অন্য দিকে এক ক্রেতাবলেন এখনকার তরমুজ খুবই সুস্বাদু। খেতেও খুব ভালো।লোকালতরমুজ আসতে আরও অনেক টাই সময় লাগবে।তাই এই তরমুজ খেয়ে গরমের দাহ থেকে বাচছি।
Home রাজ্য উত্তর বাংলা লোকাল তরমুজ বাজারে আসার আগেই বেঙালরের তরমুজে ছেয়েগেছে গোটা জলপাইগুড়ির বাজার।