দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- রাস্তায় পড়েছিল পাঁচটি কুকুর। ঘেউ ঘেউ করে শুধু আওয়াজ করছে। কিন্তু কাউকে কিছু বলতে পারছে না তারা। সম্ভবত কিছু খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ঐ পাঁচটি পথ কুকুর। স্থানীয় কয়েকজন যুবকের প্রচেষ্টায় চিকিৎসক এনে চিকিৎসা করিয়ে তাদের সুস্থ করা হয়। ঘটনাটি দুবরাজপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নায়েক পুকুরের কাছে তেরঙা মোড়ের। সৌমেন গাঙ্গুলী নামে একজন জানান, গতকাল রাত্রে আমাদের এখানে ৫-৭ টি পথ কুকুর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আমরা কয়েকজন মিলে সেবা সুশ্রূষা করে তাদের সুস্থ করে তুলি। তারপর রাত্রে বৃষ্টি হচ্ছিল। তাই তাদের একটি নিরাপদ জায়গায় রাখি যাতে তারা প্রাণে বেঁচে যায়। আজ সকালে অগ্নিশ্বর ব্যানার্জি নামে এক যুবক স্থানীয় এক পশু চিকিৎসককে ডেকে আনেন এবং পথ কুকুরদের চিকিৎসা করান। মহম্মদ মোহ্সিন নামে ঐ পশু চিকিৎসক জানান, সম্ভবত খাবারে বিষক্রিয়ার জন্য এটা হয়েছে। তবে তাদের লালা রস পরীক্ষা না করলে সঠিক বলা যাবে না। আমরা প্রয়োজনীয় ওষুধ তাদের দিয়েছি। পরে আবার দুবরাজপুর ব্লকের ভেটেনারি অফিসার ডাক্তার দেবব্রত খামরুই সেখানে আসেন এবং অসুস্থ কুকুরদের চিকিৎসা করেন। তিনি জানান, প্রাথমিক ভাবে মনে হচ্ছে বিষক্রিয়ার জন্য হয়েছে। কিন্তু ল্যাবে পরীক্ষা নিরীক্ষা না করলে আসল কারন জানা যাবে না। আমরা প্রাথমিক চিকিৎসা করেছি।