সুদীপ সেন, বাঁকুড়া:- রাজ্যের সমস্ত স্থানের সাথে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে ১লা এপ্রিল থেকে শুরু হলো ষষ্ঠ পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প।
জেলার শালতোড়া ব্লকে পাঁচ টি স্থানে ১লা এপ্রিল এই ক্যাম্প সংগঠিত হয়।
বামুন তোড় গ্রাম পঞ্চায়েতের পাহাড়বেড়িয়ায় মূল ক্যাম্প এবং শিরপুরা, রাউতোড়া, বাঁশ পিটালী ও সাবুর বাঁধ গ্রামে আউট রিচ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এই ক্যাম্প কে ঘিরে মানুষের ভালো সাড়া ছিল বলে শালতোড়ার বিডিও শ্রীযুক্ত মানস কুমার গিরি জানান।
তিনি জানান, লক্ষ্মীর ভান্ডার, বীনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, পাট্টl, ও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এর মতো প্রকল্পে মানুষের গভীর উৎসাহ ছিল।
এই ক্যাম্পে উপস্থিত ছিলেন শালতোড়ার বিডিও শ্রীযুক্ত মানস কুমার গিরি , ডি, পি, এল,ও, বিশ্বজিৎ ভট্টাচার্য্য, জয়েন্ট বিডিও শ্রীযুক্ত মিলন মালাকার, পিডিও শ্রীযুক্ত বিথুণ সামন্ত ,অন্যান্য ব্লক আধিকারিক ও গ্রাম পঞ্চায়েত আধিকারিক ও সদস্য বৃন্দ।