শহরে টোটো চালাতে গেলে এবার চালকদের কর দিতে হবে পৌরসভাকে।

0
192

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: কোচবিহার শহরে টোটো চালাতে হলে এবার পৌরসভাকে কর দিতে হবে চালকদের। দিনে ১০ টাকা হিসেবে বছরে দিতে হবে ৩৬০০ টাকা। আপাতত এককালীন হিসেবেই তা নেওয়া হবে। খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানানো হবে বলে জানান কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।

পৌরসভা সূত্রে জানা গেছে, কোচবিহার শহরে গড়ে প্রায় ১২ হাজার টোটো চলাচল করে। দিনে ১০ টাকা হিসেবে ধরলে টোটো থেকেই দিনে পৌরসভার আয় হবে ১ লক্ষ টাকার বেশি।

এদিন এবিষয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, এই খাতে পৌরসভার আয় বাড়বে তা কোন উন্নয়ন মূলক কাজে খরচ হবে। এর আগে কোচবিহার পৌরসভা এই সিদ্বান্ত নিয়েছে। শহর সংলগ্ন কয়েকটি গ্রাম পঞ্চায়েত ছাড়া অন্য এলাকার টোটো শহরে ঢুকতে পারবে না। পৌরসভা চাইছে, কর আদায় করলে এবং টোটো চালকদের পরিচয় পত্র দিলে বাইরের টোটো আটকানো যাবে। সেই কারণে এই পরিকল্পনা বলে জানা গিয়েছে।