বাঁকুড়া, আব্দুল হাই:- সুস্থ জীবনের জন্য প্রতিটা মুহূর্তে চাই ওষুধ, সেই ওষুধের দাম বৃদ্ধি হওয়ায় গরীব মানুষের জীবনে এক অভিশাপ নিয়ে আসবে। ন্যাশনাল ফার্মাসিউক্যাল প্রাইসিং অথরিটি পক্ষ থেকে ওষুধের দামে 12.1218 শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্যাসের দামও ,
নিয়ম করে করে প্রায় প্রতিদিন পেট্রল,ডিজেলের মূল্যবৃদ্ধির সাথে সাথে দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের, এমতাবস্থায় সংসার চালাতে নাজেহাল হয়ে যাচ্ছে দেশের সাধারণ আমজনতার। একদিকে কোটি কোটি ভারতবাসীর রোজকার কমেছে অন্যদিকে পাল্লা দিয়ে বেড়েছে পেট্রল, ডিজেল ও গ্যাস সহ অন্যান্য নিত্যপ্রয়োজীয় জিনিসপত্রের দাম। মরার উপর খাড়ার ঘা এর মত নেমে এসেছে আর একটি ভয়ঙ্কর সরকারি সিদ্ধান্ত আর এই সিদ্ধান্তের জন্য ১ লা এপ্রিল থেকে ৮০০ ধরনের জরুরী ঔষধের দাম ১২% উপরে দাম বৃদ্ধি পেয়েছে।
দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক চরম দুরবস্থার মধ্যেও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির সাথে সাথে জীবনদায়ী সমস্ত ওষুধের দাম যদি বাড়তে থাকে তাহলে মানুষের বেঁচে থাকাটাই এক ধরনের অভিশাপ হয়ে দাঁড়াবে বলেই মত প্রকাশ করছেন দেশের কোটি কোটি সাধারণ আমজনতা এবং বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা।