সুদীপ সেন, বাঁকুড়া:- উত্তর বাঁকুড়ার শিক্ষার মান চিত্রে তিলুড়ীর শ্রী শ্রী রামকৃষ্ণ পাবলিক স্কুল একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান।
২০২২ সালে এই ইংরেজি মাধ্যমের পথ চলা শুরু হলেও ইতিমধ্যেই এই বিদ্যালয় যথেষ্ট সুনাম অর্জন করেছে।
সেই বিদ্যালয়ের ই বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে সারা দিন ব্যাপী।
বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আনন্দ মূখর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, ক্যুইজ, ,বক্তৃতা, মাইম, নাটিকা এই অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করে তোলে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুরস্কার বিতরণ করা হয় বিভিন্ন প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের।
সব মিলিয়ে সারাদিনের অনুষ্ঠানে ছিল অভিভাবক, অভিভাবকদের ও কচি কাঁচা দের গভীর উৎসাহ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালতোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ, সমাজ কর্মী তপন চ্যাটার্জী, শিক্ষিকা সুস্মিতা রায় কবিরাজ, বিদ্যালয়ের অধ্যক্ষ শান্তনু রায় ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।