স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর জটিল অস্ত্রোপচার করে সাফল্য পেলো বুনিয়াদপুর হেলথওকে নার্সিংহোম।

0
226

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- উল্লেখ্য জন্মের তিন মাস পর থেকেই গঙ্গারামপুর থানার নীলডাঙ্গা এলাকার বাসিন্দা নন্দিতা পাল ( আট বছর) থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হন। প্রথমে বালুরঘাট জেলা হাসপাতালে মাঝে মধ্যেই গিয়ে তার শরীরে রক্ত দিতে হতো। পরবর্তীতে আস্তে আস্তে নন্দীতার বয়স বাড়ার সাথে সাথে তার শরীরের প্লীহা বড় হতে থাকে। শেষে এক সময় নন্দিতা পাল এর পেট বড়ো হতে থাকে। খুব খারাপ অবস্থায় শেষমেষ বুনিয়াদপুর হেলথওকে নার্সিংহোমে পরিবারের পক্ষ থেকে আনা হয় তাকে। বিশিষ্ট চিকিৎসক ডক্টর আলমগীর হোসেন পরীক্ষা-নিরীক্ষা করে, শুক্রবার রাতে তার অস্ত্র প্রচার করেন। সফল হয় জটিল অস্ত্রোপচার। রাজ্য সরকারের চালু করা স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে জটিল অস্ত্র পচার হওয়ায় পরিবারের লোকজন ও সাধুবাদ জানিয়েছেন ডক্টর আলমগীর হোসেন ও হেলথ ওকে নার্সিংহোম কর্তৃপক্ষকে। নন্দিতা পাল এর পরিবারের লোকজনেরা জানিয়েছেন স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে অস্ত্রোপচার না করলে আনুমানিক 60 থেকে 70 হাজার টাকা খরচ হতো। স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে জটিল অস্ত্র প্রচার করা হয়েছে। ধন্যবাদ জানিয়েছেন বুনিয়াদপুর হেলথকে নার্সিংহোম কর্তৃপক্ষকে ও রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প স্বাস্থ্য সাথী। যার মাধ্যমে প্রান্তিক গ্রামের লোকজনেরা উপকৃত হয়ে চলেছেন। বুনিয়াদপুরের হেলথওকে নার্সিংহোমের এমন সাফল্যে খুশি সকলেই।