নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দিনের পর দিন জেলায় বেড়েই চলেছে পথ দুর্ঘটনা। সরকার থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করার পরেও হুশ ফিরছে না একাংশের। হেলমেট বিহীন অবস্থায় মোটরবাইক চালানো। দুজনের আসন সংখ্যা বিশিষ্ট মোটরবাইকে তিনজন অথবা তার বেশি মানুষকে চাপানো। এছাড়াও মোটর গাড়িতে সিড বেল্ট না পড়া মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এছাড়াও দ্রুত গতিতে গাড়ি চালানো নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। যার ফলস্বরূপ দেখতে পাওয়া যাচ্ছে একাধিক ভয়ংকর পথ দুর্ঘটনা যার জেলে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে শিশুরাও।
সরকারের তরফ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে একাধিকবার সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। তারপরেও হুশ ফিরছে না সাধারণ মানুষের। সেই কারণে এবার মানুষকে সচেতন করতে পথে নামলেন কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখার্জি। সাধারণত দেখা যায় ট্রাফিক আইন ভঙ্গ করলে পুলিশ তাদেরকে আইন ভঙ্গের জন্য জরিমানা করেন। কিন্তু এখানে হল উলটপুরান। ট্রাফিক আইন অমান্যকারীদের হাতে তুলে দেওয়া হল গোলাপ ফুল।
কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখার্জি সহ একাধিক পুলিশ অধিকর্তারা এবং সিভিক ভলেন্টিয়ার্সরা এদিন রাস্তায় নেমে একাধিক ট্রাফিক আইন ভঙ্গকারীদের হাতে তুলে দিলেন গোলাপ ফুল। পুলিশের এই অভিনব রূপ দেখে তাজ্জব হয়ে যান সকলেই। জরিমানার পরিবর্তে হাতে গোলাপ ফুল তুলে দিলে অনেকেই পুলিশের ওপর বিদ্রূপ মনোভাব না পোষণ করে উল্টে নিজের ভুল বুঝতে পেরে তারা ভবিষ্যতে ট্রাফিক আইন মেনে চলবেন এই ভাবনাতেই পুলিশের এই উদ্যোগ বলে জানা যায়।