ডাম্পার ও অটোর সংঘর্ষে গুরুতর আহত ৭ জন।

0
201

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: ডাম্পার ও অটোর সংঘর্ষে গুরুতর আহত প্রায় সাত জন। ঘটনাটি ঘটেছে কোচবিহার ১ নম্বর ব্লকের টাপুরহাট এলাকায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে,কোচবিহার থেকে অটোটি টাপুর হাটের দিকে যাচ্ছে। সেই সময় একটি ডাম্পার অটোটিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। সঙ্গেসঙ্গে ওই অটো পাল্টি খেয়ে নয়নজুলিতে পরে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

এবিষয়ে এক স্থানীয় বাসিন্দা জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আহত প্রায় ৭ জন রয়েছে। তাদের মধ্যে ৩ জন মহিলা একজন শিশু রয়েছে। পরে আমরা খবর নিয়ে জানতে পারি ওই ডাম্পার টি কোচবিহারের দিক থেকে টাপুর হাটের দিকে যাচ্ছে। যেতে যেতেই টাপুর হাটের আগে ব্রাহ্মণ পাড়া এলাকার কাছে অটোকে পিছন থেকে ধাক্কা মারে। সেখানে অটো উল্টে নয়ানজুলিতে পরে যায়। সেখান থেকে তাদের উদ্ধার করে কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।