নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-দীর্ঘদিন ধরে বেহাল মালদা নালাগোলা রাজ্য সড়ক বেহাল অবস্থায় পড়ে রয়েছে বহুদিন ধরে । অবশেষ পথশ্রী প্রকল্পের রাজ্য সরকারের উদ্যোগে প্রায়৪৮ কোটি টাকা রাস্তা তৈরি জন্য বরাদ্দ করেছে। অবশেষ দীর্ঘদিনের সমস্যা সমাধান হতে চলেছে হবিবপুর থানার অন্তর্গত আইহো হইতে বামনগোলা ব্লকের পাকুহাট পর্যন্ত রাজ্য সড়ক পূর্ণনির্মাণ করা হবে। এবং আগামী ৭ই এপ্রিল শুক্রবার ওই রাস্তার শুভ উদ্বোধন করা হবে সেইসব বিষয় নিয়ে আজকে হবিবপুর ব্লকের কেন্দপুকুর এলাকায় আলোচনা সভা করা হয়।এই সভা উপস্থিত ছিলেন আনটিউসি জেলা সভাপতি শুভদীপ সান্যাল সহ তিনটি অঞ্চলের সহ মেম্বার অমল কিসকু, হবিবপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ বাস্কে,বামনগোলা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার, হবিবপুর ও বামনগোলা ব্লকের পঞ্চায়েত সদস্যরা।
Home রাজ্য উত্তর বাংলা দীর্ঘদিন ধরে বেহাল মালদা নালাগোলা রাজ্য সড়ক বেহাল অবস্থায় পড়ে রয়েছে বহুদিন...