দুয়ারে সরকার কর্মসূচিকে সামনে রেখে সোমবার সকালে একটি ট্যাবলো উদ্বোধন করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন।

0
123

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দুয়ারে সরকার কর্মসূচিকে সামনে রেখে সোমবার সকালে একটি ট্যাবলো উদ্বোধন করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। এদিন সকালের দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা এই ট্যাবলোর উদ্বোধন করেন। পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলাশাসক আবুল কালাম আজাদ ইসলাম, অতিরিক্ত জেলাশাসক বিবেক কুমার, বালুরঘাট মহকুমার মহকুমা শাসক সুমন দাশগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট দলেরা। জানা গেছে বালুরঘাট মহকুমার সাধারণ মানুষ দুয়ারে সরকার কর্মসূচিতে পরিষেবা গ্রহণের মধ্যে দিয়ে উপকৃত হতে পারেন সেই লক্ষ্যে এই ট্যাবলো টি আগামী কয়েকদিন বালুরঘাট মহকুমা জুড়ে প্রচার চালাবে। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঙ্গারামপুর মহকুমায় একইভাবে একটি ট্যাবলেট উদ্বোধন করা হয়েছিল।